ফ্রি কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া

কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য কারা রেজিস্ট্রেশন করতে পারবেন দেখে নিন
যারা রেজিস্ট্রেশন করতে পারবেন না-
০১। ১৮(আঠার) বছর বয়সের নিচের কোন ব্যাক্তি
০২। গর্ভবতী মহিলা
০৩। দুগ্ধদানকারী মা
০৪। মারাত্মক রোগে আক্রান্ত কোন ব্যাক্তি
যারা রেজিস্ট্রেশন করতে পারবেন -
১। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা
২। ৫৫ বা অধিক বয়সীর ব্যাক্তিগন
৩। স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী
৪। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৫। গণমাধ্যমকর্মী
৬। জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী
৭। প্রবাসী ব্যাংকার কারো ধর্মীয় প্রতিনিধি ইত্যাদি
রেজিস্ট্রেশন লিংকঃ https://surokkha.gov.bd/
রেজিস্ট্রেশন এর জন্য যা যা প্রয়োজনঃ
১। জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ
২। মোবাইল নাম্বার
রেজিস্ট্রেশন এর স্থান | |
১। উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর | ২। উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স |
৩। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস | ৪। ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
রেজিস্ট্রেশন লিংকঃ https://surokkha.gov.bd |
এছাড়াও আগ্রহীগণ নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন ।
সংগৃহীত: surokkha.gov.bd
#BDbanglarnews.COM
#bdbanglanews24