সখীপুরে এক হাজার পিস ইয়াবা'সহ গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে রবিবার (৩০ আগস্ট) এক হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মিন্টু মিয়াকে (৩২) গ্রেফতার করে পুলিশ। রবিবার মধ্যে রাতে উপজেলার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সে কালিহাতী উপজেলার বেতডুবা এলাকার কোরবান আলীর ছেলে। এ ব্যাপারে সখীপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, সখীপুর এবং কালিহাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা পলাশতলী থেকে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় এক হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ৫ দিনের রিমাণ্ড চেয়ে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
আদালত থেকে সুনানি আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে থানার পুলিশ কর্মকর্তারা জানান ।